প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বললেন আমি সকল মার্কিন জনগণের প্রেসিডেন্ট

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি কোনো দল বা সমর্থকদের নয়, আমি সকল মার্কিন জনগণের প্রেসিডেন্ট।    ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে জো বাইডেন আরো বলেন, এই নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। এটি আমেরিকার দিন। ইতিহাস এবং আশার একটি দিন।    মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, চিৎকার বন্ধ করুন এবং পরিস্থিতি স্বাভাবিক করুন। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো শান্তি নেই।    তিনি বলেন, আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। গণতন্ত্র ভঙ্গুর এবং এই মুহূর্ত থেকে আমার বন্ধুরা, সর্বত্র গণতন্ত্র বিরাজমান। এখন থেকে পবিত্র এই ভূমিতে, যেখানে কয়েক দিন আগে ক্যাপিটলে তাণ্ডব হয়েছে, যেখানে এক জাতি হিসেবে আমাদের আবার একত্রিত হতে হবে।    ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি হামলার ঘটনার নিন্দা জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, এমন ঘটেনি, এমন ঘটনা আর ঘটবে না আগামীতে; ঘটবে না আর কোনো কালেও।    বাইডেন আরও বলেন, চলুন নতুন করে শুরু করি। আমরা একে অন্যকে শোনার, শ্রদ্ধা করা শুরু করি। চলমান ভাবমূর্তির চেয়ে যুক্তরাষ্ট্র অনেক ভালো দেশ। মার্কিনরা জাতি হিসেবে শ্রেষ্ঠ-এ কথা আমাদের প্রমাণ করতে হবে। যুক্তরাষ্ট্র আজ ও আগামী দিনের বিশ্বকে নেতৃত্ব দেবে।    শপথ অনুষ্ঠানে পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা উপস্থিত থাকায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, আমি আমার পূর্বসূরিদের ধন্যবাদ জানাচ্ছি, যারা আজ এখানে উপস্থিত হয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন