নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছে ৫৪২ গৃহহীন পরিবার। আশ্রায়ণ -২ প্রকল্পের আওতায় ঘরগুলোর নির্মান কাজ প্রায় শেষ। ২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ প্রকল্প উদ্ভোধন করবেন বলে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রেস বিফিং মাধ্যমে এ কথা জানিয়েছেন। এ নতুন ঘর পাওয়ার খুশি জেলার ভুমিহীনদের ছড়িয়ে পরেছে সুবিধাভোগীদের মাঝে ও।
গতকাল (২১জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জানান,প্রতিদিন প্রকল্পস্থানে আসছেন দলে দলে ভুমিহীন গৃহনীন মানুষ। নিজেদের পাকা ঘরের নির্মান কাজ দেখে চোখ জুড়াচ্ছেন তারা। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন সাতটি উপজেলার-১১২৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর দেয়া হবে। কারা গৃহ পাচ্ছেন সে তালিকা এখন চুড়ান্ত। ভূমিহীন যে সব পরিবার পাবেন তারা ২ শতাংশ জমি সহ ৪৩৮ বর্গফুটের প্রতিটি ঘর । প্রতিটি ঘরে থাকবে দু’টি কক্ষ, একটি বারান্দা, বাথরুম ও রান্নাঘর। দুর্যোগ সহনীয় এসব ঘর টেকসই এবং প্রতিটি ঘরেই থাকছে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। প্রতিটি ঘর উপরে রঙিন টিন এবং নিচে পাকা অর্থাৎ সেমি-পাকা প্রত্যেকটি ঘরের জন্য সরকার বরাদ্দ করেছে এক লাখ ৭১ হাজার টাকা। এর মধ্যে সবকাজ শেষ হয়েছে,সামান্য কিছু কাজ বাকি আছে,যাহার নিধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে। সরকারের পক্ষ থেকে মাথা গোজার ঠাই পেয়ে বেশ খুশি তারা। ২৩ জানুয়ারি শনিবার সকালে ৫৪২টি ঘর হস্তান্তর করা হবে। বাকীগুলি দেয়া হবে পর্যায়ক্রমে। প্রেস বিফিং অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস¦) মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন