জিবিনিউজ 24 ডেস্ক //
আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন শপথ নেয়ার পর রাতে পোর্টল্যান্ডে সহিংসতা শুরু হয়। বাইডেনকে প্রেসিডেন্ট হিসাবে চান না বিক্ষোভকারীরা।
আশঙ্কা ছিলই। বাইডেন শপথ নেয়ার পর হাঙ্গামা হতে পারে। সেই আশঙ্কা সত্য হলো পোর্টল্যান্ডে। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পোর্টল্যান্ডে প্রথমে বেশ কিছু বিক্ষোভকারী জমায়েত হন, মিছিল করেন, তারপর শুরু হয় সহিংস বিক্ষোভ।
বিক্ষোভকারীদের হাতে ধরা পোস্টারই বুঝিয়ে দিচ্ছে, তারা কী চান। বুঝিয়ে দিচ্ছে, তারা কার সমর্থক। তারা যে সহিংসতায় বিশ্বাসী, সে কথাও গোপন করেননি। বিক্ষোভকারীরা ইমিগ্রেশন আন্ড কাস্টমস এনফোর্সমেন্ট(আইসিই) অফিসের কাছে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। মিছিলও করে। আইসিই-তে ছিল কড়া প্রহরা। বিক্ষোভকারীদের সামলানোর জন্য।
ডেমোক্র্যাটদের অফিসে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। কাচ ভাঙা হয়। কালি লাগিয়ে দেওয়া হয় নামফলকে। দরজা লাথি মেরে ভাঙার চেষ্টা হয়েছে। সহিংস বিক্ষোভের মোকাবিলায় পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ।
বিক্ষোভকারীরা তৈরি ছিল। তাঁরাও সেই শেল লাথি মেরে পাঠিয়ে দেয় পুলিশের দিকে। বিক্ষোভস্থলে পড়ে ছিল ফেলে দেয়া শিল্ড। যাতে লেখা, পোর্টল্যান্ড পুলিশকে তুলে দাও।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন