ব্রিটেনে করোনার নতুন ধরন বেশি ‘প্রাণঘাতী’

gbn

  জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাজ্যে ধরা পড়া নতুন ধরনের করোনা ভাইরাস তুলনামূলক বেশি সংক্রামকই শুধু নয়, বেশি প্রাণহানীরও কারণ হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই এমন তথ্য জানিয়েছেন।

শুক্রবার তিনি বলেন, নতুন ধরনের বি১১৭ করোনা ভাইরাসটি মূল ভাইরাসের চেয়েও সম্ভবত বেশি প্রাণঘাতী। ‘‘দ্রুত সংক্রমণের পাশাপাশি, লন্ডন ও দক্ষিণ পূর্বে চিহ্নিত হওয়া নতুন ধরনের ভাইরাসটি আরো বেশি মৃত্যুর কারণ হতে পারে বলে কিছু প্রমাণ মিলছে,’’ সংবাদ সম্মেলনে বলেন জনসন।

 

ব্রিটেনের সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স জানিয়েছেন, ভাইরাসটি তুলনামূলকভাবে ৩০ ভাগ বেশি প্রাণঘাতী। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে মূল করোনা ভাইরাসে প্রতি এক হাজার সংক্রমণে যেখানে দশজনের মৃত্যুর আশঙ্কা থাকে, সেখানে নতুন ভাইরাসে এই হার ১৩ থেকে ১৪ জন বলে উল্লেখ করেন তিনি। যদিও ভ্যালেন্স জানান, এই ফলাফল প্রাথমিক কিছু উপাত্তের ভিত্তিতে পাওয়া, যে কারণে এখনও এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন।

এমন অবস্থায় বি১১৭ করোনা ভাইরাসটি নিয়ে আরো গবেষণা চলছে বলে উল্লেখ করেন জনসন। সামনে সীমান্ত নিয়ন্ত্রণসহ দেশটিতে আরো কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও আভাস দেন তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন