সিলেট মহানগর আওয়ামীলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বাগবাড়ীতে সংবর্ধনা

gbn

  জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেট :: সিলেট মহানগর আওয়ালীগের উপদেষ্টা বিধান কপালী, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শামীম, আইন সম্পাদক এড. বেলাল আহমদ, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান এবং সদস্য এড. মো. জাহিদ সারোয়ার সবুজকে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাবেক উপ সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগ নেতা বিপ্লব দাস’র উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়।

শনিবার রাত ৮টায় চিত্তরঞ্জন দাস’র বাসভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- এড. মোস্তফা দেলোয়ার আজহার, তজমুল হোসেন, কালী কুমার রায়, রেজানুর রহমান সেলিম, আব্দুল হান্নান, সুমন রায় তালুকদার, সুজন দাশ, বাবলা আহমদ বাবলা, রুমেল আহমদ, ফকর উদ্দিন মাহমুদ, বিশ্বজিৎ দাস, হারুনুর রশীদ হারুন, মিটন কপালী, মফিজুর রহমান মনু, রিকন পাল, বিজয় দত্ত, জুয়েল তালুকদার, এম. রশিদ আহমদ, মিজান আহমদ পারভেজ, শেখ আলী আশরাফ সোহেল, সুদীন তালুকদার, টিপু দত্ত পুরকায়স্থ, বিদ্যুৎ ভূষন দেব, বিপ্লব দেব, গোবিন্দ দাস, রিপন দেব, সোহেল মিয়া, দীপক পাল, আফজাল হোসেন, সুজন তালুকদার, রাজীব পাল, শামীম আহমদ, আকিল অপু, একে.এম.সাজু, খোকন আহমদ খোকা, রিয়াদ আহমদ, সমীর চৌধুরী, হাবিব তালুকদার, বিজিত দাস, নাঈম ইসলাম, কিশোর দে বাপন, রাজেশ সরকার, লিমন দেব, মৃন্ময় দাস ঝুটন, মিফতাউল হোসেন(লিমন), এড. দিদার আহমদ, আহমদ বাদশা, সোনাই মিয়া, আবু বক্কর, সায়েদ আহমদ, বিপ্লব কপালী, জামিল আহমদ, নিক্সন দাশ, ঝলক রায়, নাঈম খান, রাহুল কপালী, বাপ্পী ভট্টাচার্য্য, আমিনুর রশীদ, নরেশ সরকার, মেহেদি আজাদ চৌধুরী, রূপক রায়, মাহমুদুল হাসান মনির, রাসেল মিয়া, ফয়েজ আহমদ, সাব্বির আহমদ, জাকির হোসেন, ইমরান নাজির, জামাল আহমদ সহ প্রমুখ।।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন