বিশেষ প্রতিনিধিঃইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাবহরে ভয়াবহ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে। ইরাকের নিউজ চ্যানেল সাবিরিন এক প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, ২২ জানুয়ারি শুক্রবার রাতে ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে রাতে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে ওই বহরের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরাকের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার একদিনে সে দেশের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে পাঁচটি হামলা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। অবশ্য গত কয়েক মাসে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বহরে হামলার ঘটনা আগের চেয়ে বেড়েছে। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনেক দিন ধরেই সে দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সে দেশের পার্লামেন্টে একটি বিলও পাস হয়েছে। গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে। এর পর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন