দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর মানিক

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব  হাসিবুর রহমান মানিক।

আজ রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালবাগের রসুলবাগ পার্কে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীগণ।  

কাউন্সিলর মানিক জিবিনিউজকে বলেন, "শীতের তীব্রতা বেড়েছে তাই শীতার্তদের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে প্রতিটি ওয়ার্ডে তিন শতাধিক কম্বল দিয়েছেন মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস।  আমি এসব কম্বল দরিদ্রদের তালিকা অনুযায়ী বিতরণ করছি । পাশাপাশি করোনা থেকে বাঁচতে তাদের মাঝে মাস্কও বিতরণ করেছি। তাছাড়া যতদিন শীত থাকবে ততদিন আমার ওয়ার্ডে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে যাব।" 

তিনি আরো বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপসের নেতৃতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে দুঃস্থ ও অসহায় গরীবদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।"

উল্লেখ্য, করোনার শুরুতে তার ওয়ার্ডের পাঁচ হাজারের বেশি অসহায় ও নিন্মআয়ের লোকদের মাঝে প্রধানমন্ত্রী ও মেয়রের উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। তাছাড়া নিজ উদ্যোগে টানা পাঁচ মাস ‘এক মিনিটের ফ্রি সবজি বাজার' প্রচলন করে হাজার হাজার পরিবারকে সাপ্তাহিক বাজার বিনামূল্যে প্রদান করে বেশ সুনাম অর্জন করেন তিনি। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন