জিবি নিউজ ডেস্ক ।।
করোনা লকডাউনের নিয়মানুযায়ী লন্ডনস্থ অন্যান্য দূতাবাসের মত বাংলাদেশ হাই কমিশনও কোন নতুন এপয়েন্টমেন্ট না নিতে পারলেও হাইকমিশন জরুরী কন্সুলার সার্ভিসের জন্যে সপ্তাহে ৫ দিনই খোলা রয়েছেন বলে জানিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এক ভিডিও বার্তায় তিনি জানান, করোনা সংক্রমণ রোধে এবং সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ হাই কমিশন প্রতিদিন ডাকযোগেও ২০০-২৫০টি নিয়মিত কন্সুলার সার্ভিস প্রদান করছে। তবে, জরুরী কন্সুলার সার্ভিসের জন্য হাইকমিশনের তিনটি ২৪/৭ কন্সুলার হেল্প লাইন মোবাইল নম্বরে কল অথবা টেক্সট মেসেজ পাঠাতে অথবা সংশ্লিষ্ট কন্সুলার ইমেইলের মাধ্যমে জরুরী কন্সুলার প্রয়োজনের বিষয়ে অবহিত করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
(ভিডিও)
https://www.facebook.com/GBTVOnlines/videos/798653657527680লকডাউনে কন্সুলার সেবা নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের জরুরী বার্তা (ভিডিও)
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন