লকডাউনে কন্সুলার সেবা নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের জরুরী বার্তা (ভিডিও)

জিবি নিউজ ডেস্ক ।।

করোনা লকডাউনের নিয়মানুযায়ী লন্ডনস্থ অন্যান্য দূতাবাসের মত বাংলাদেশ হাই কমিশনও কোন নতুন এপয়েন্টমেন্ট না নিতে পারলেও হাইকমিশন জরুরী কন্সুলার সার্ভিসের জন্যে সপ্তাহে ৫ দিনই খোলা রয়েছেন বলে জানিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এক ভিডিও বার্তায় তিনি জানান, করোনা সংক্রমণ রোধে এবং সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ হাই কমিশন প্রতিদিন ডাকযোগেও ২০০-২৫০টি নিয়মিত কন্সুলার সার্ভিস প্রদান করছে। তবে, জরুরী কন্সুলার সার্ভিসের জন্য হাইকমিশনের তিনটি ২৪/৭ কন্সুলার হেল্প লাইন মোবাইল নম্বরে কল অথবা টেক্সট মেসেজ পাঠাতে অথবা সংশ্লিষ্ট কন্সুলার ইমেইলের মাধ্যমে জরুরী কন্সুলার প্রয়োজনের বিষয়ে অবহিত করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

(ভিডিও)

https://www.facebook.com/GBTVOnlines/videos/798653657527680লকডাউনে কন্সুলার সেবা নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের জরুরী বার্তা (ভিডিও)

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন