জার্সি বিনিময়, ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে নেইমার-এমবাপের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ১৯৯৪-৯৫ মৌসুমে সেমিফাইনালে উঠলেও ইউরোপের সেরা হয়ে ওঠা হয়নি কোনো বারেই।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দাপুটে ম্যাচ খেলে জার্মানির ক্লাব আরবি লিপজিগকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসি ক্লাবটি। কিন্তু ফাইনালের আগেই ব্রাজিলীয় তারকাকে নিয়ে আশঙ্কা ফরাসি ক্লাবের অন্দরমহলে।

 

লিপজিগকে হারানোর পরে নেইমার জার্সি বিনিময় করেন জার্মান ক্লাবটির ফুটবলার হালস্টেনবার্গের সঙ্গে। প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় উয়েফার করোনা-প্রোটোকোলের নিয়মবিরুদ্ধ। আর এই নিয়ম ভাঙার জন্য নির্বাসিত হতে পারেন ব্রাজিলীয় তারকা।

করোনাভাইরাসের জন্য ফুটবলের নিয়মনীতিতে একাধিক পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ফুটবলাররা আগের মতো জার্সি বদল করতে পারবেন না। জার্সি বদল করলে জীবাণু সংক্রমিত হতে পারে। সেই কারণেই উয়েফা নিয়ম করেছে, জার্সি বদল একেবারেই নয়। আর নেইমার ঠিক সেই কাজটাই করেছেন।

উয়েফার নতুন নিয়মে বলা আছে, নিয়ম লঙ্ঘন করে ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে উয়েফার নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। তাছাড়া সংশ্লিষ্ট ফুটবলারকে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন। আর ঠিক পাঁচ দিন পরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। যদি ১২ দিনের সেলফ আইসোলেশনের নিয়ম মানা হয়, তাহলে নেইমারকে ছাড়াই ফাইনালে নামতে হবে পিএসজিকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন