ভারত, পাকিস্তানের পর ইংল্যান্ডকে পেছনে ফেলে ২ নম্বরে বাংলাদেশ

  জিবিনিউজ 24 ডেস্ক //

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলে গেলো শতভাগ। বলে-কয়ে যে দলকে হারানোর কথা, বিজয়ের পতাকা উড়ানোর কথা তাই করলো টাইগাররা

শহর বদলেছে। বদলেছে ভেন্যু। বদলায়নি বাংলাদেশের পারফরম্যান্স, বদলায়নি ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ১২০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। যে জয়ে বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট সুপার লিগের লড়াইয়ে দারুণ শুরু করলো।

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ওয়ানডে জয়ের মধ্য দিয়ে ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে গেল বাংলাদেশ। ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে এখন টাইগাররা।

৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ানে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। আর ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

তিন ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে আটে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। স্বাগতিক হিসেবে বিরাট কোহলিরা সরাসরি বিশ্বকাপে খেলবে। এছাড়া সুপার লিগের পয়েন্ট টেবিলের সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলবে।

সুপার লিগের পয়েন্ট টেবিলে সেরা আটে যারা থাকতে পারবে না তাদের বাছাই পর্বে যোগ্যতার প্রমাণ দিয়েই বিশ্বকাপে খেলার সুযোগ করে নিতে হবে।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন