জিবিনিউজ 24 ডেস্ক //
ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো কমেছে। সাধারণত রবিবার ও সোমবার মৃত্যুর সংখ্যা কম প্রকাশিত হয়ে থাকে। গত ২৪ ঘন্টায় আরো ৫৯২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ছিলো ৬১০ জন, শনিবার ছিলো ১৩৪৮ জন, শুক্রবার ছিলো ১৪০১ জন। মোট মৃতের সংখ্যা ৯৮হাজার ৫৩১ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২,১৯৫ জন। গতকাল রবিবার ছিলো ৩০,০০৪ জন, শনিবার ছিলো ৩৩,৫৫২ জন, শুক্রবার ছিলো ৪০,২৬১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৬৯ হাজার ৬৫৮ জন। (বিবিসি)
গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪,০৭৬ জন। গত এক সপ্তাহ যাবত হাসপাতালে রয়েছেন ৩৭,৮৯৯ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন