জিবিনিউজ 24 ডেস্ক //
করোনা সংকট মোকাবিলা নিয়ে সমালোচনার মুখে সরে দাঁড়িয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে। খবর ডয়চে ভেলে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি প্রেসিডেন্ট সের্গেইও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বের করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন কন্তে।
করোনাভাইরাস পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে গত সপ্তাহে প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন দল ইতালিয়া ভিভা পার্টি ক্ষমতাসীন জোট থেকে সরে দাঁড়ায়। এরপরই পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারায় কন্তের দল।
ইতালিয় প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কন্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা।
এর মধ্য দিয়ে, তিনি সরকার গঠনের আরেকটি সুযোগ বাঁচিয়ে রাখলেন। জোটসঙ্গী একটি রাজনৈতিক দল তার পক্ষ ত্যাগ করার পর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি। তবে, পদত্যাগের পর কোঁতেকে আরো শক্তিশালী একটি সরকার গড়ার সুযোগ দিতে পারেন প্রেসিডেন্ট - জানাচ্ছে বিবিসি।
জানানো হয়েছে, বুধবার বিকেলে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট। আলোচনা চলাকালে কন্তেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, কোঁতে এর আগের সপ্তাহে পার্লামেন্টে দুই দফা আস্থাভোটে টিকে গেলেও, ক্ষমতাসীন জোট থেকে সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির ইতালিয়া ভিভা পার্টি বেরিয়ে যাওয়ায় তিনি সংখ্যাগরিষ্ঠতা হারান।
মূলতঃ কোঁতে সরকারের করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা এবং অর্থনৈতিক মন্দা নিয়ে বিরোধের জেরে জোটে ভাঙন ধরে। রেনজির দলের শূন্যস্থান পূরণ করতে মধ্যপন্থি এবং স্বতন্ত্র সিনেটরদেরকে জোতে আনার চেষ্টা করেও সফলতা মেলেনি। আর সে কারণেই পদত্যাগ করা ছাড়া কোঁতের আর কোনো উপায় ছিল না। এখন, তিনি নতুন একটি চুক্তির চেষ্টা করে নতুন জোট নিয়ে ফের ক্ষমতায় আসতে পারেন। তবে, আগাম নির্বাচন এড়াতে বেশ দ্রুত জোট গোঠন প্রক্রিয়া সারতে হবে তাকে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পর দুইটি ভিন্ন মতাদর্শের সরকারকে নেতৃত্ব দিয়েছেন কোঁতে। প্রথম, ১৫ মাস তিনি নেতৃত্ব দিয়েছেন অ্যান্টি-এসটাবলিশমেন্ট ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) এবং কট্টর ডানপন্থি লিগ কোয়ালিশনের। এর মধ্যেই, আগাম নির্বাচনের চেষ্টায় ব্যর্থ হয়ে লিগ নেতা মাত্তেও সালভিনি জোট ছেড়ে বেরিয়ে গেলে ২০১৯ সালে ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) এবং মধ্য বামপন্থি ডেমোক্রেট পার্টি (পিডি) নিয়ে গড়া জোট সরকারের নেতৃত্ব দেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন