লকডাউনে দাঙ্গা, গ্রেপ্তার ১৫০

 জিবিনিউজ 24 ডেস্ক //

করোনার সংক্রমণ রোধে জারি করা লকডাউন ও নৈশকালীন কারফিউ লঙ্ঘন করে দাঙ্গার অভিযোগে নেদারল্যান্ডসে অন্তত ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সোমবার বন্দরনগরী রোটারডামে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক দল বিক্ষোভকারী। লুটপাট চালানোর চেষ্টা করলে হামলাকারীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে পুলিশ।

 

দাঙ্গাকারীরা জানালা ভাঙচুর করেছে এবং দোকানপাট লুটপাট করেছে। তারা কয়েকটি বাসস্টপ গুঁড়িয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে এবং পুলিশের ওপর পাথর ও দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে। এসময় সংঘাতের কবলে পড়তে হয়েছে সাংবাদিক ও ক্যামেরা ক্রুরা।

রোটারডামের মেয়র আহমেদ আবুতালেব দাঙ্গাকারীদের ‘নির্লজ্জ চোর’ বলে আখ্যা দিয়েছেন।

রোটারডাম ছাড়াও হারলে, আমার্সফুর্ট, জিলিন ও দ্যা হেগে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘাতের এই ঘটনাগুলোকে ‘৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ দাঙ্গা’ বলে মন্তব্য করেছে পুলিশ কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাবান্ট ও হার্টোজেনবোসচে দাঙ্গাকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ হাসাপাতালের প্রবেশমুখগুলো ব্যারিকেড দিয়ে রাখে এবং অ্যাম্বুলেন্সগুলো বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেয়।

পুলিশ প্রধান উইলিয়াম উল্ডার্স জানিয়েছেন, দাহ্যপদার্থ ছোড়া দাঙ্গাকারী তরুণদের মোকাবিলা করছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন