হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ৩জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের জমশদে আলীর ছেলে হাবিব মিয়া (৪৮), কেশবপুর গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মজম আলী (৪৫) ও জগন্নাথপুর পৌরশহরের মৃত কাছিম উল্লাহ ছেলে নুর উদ্দিন (৫৭)। আজ বৃহস্পতিবার (২৮শে জানুয়ারী) সন্ধ্যায় আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ৩জন আসামীকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শেখ ইখতিয়ার হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন