লিঁওকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বায়ার্ন

ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল লিঁওকে। বায়ার্ন মিউনিখকে হারাতে পারলে প্রথমবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত হতো ফরাসি ক্লাবটির।

আর তা হলে ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল ভক্তরা দেখতো অল ফ্রেঞ্চ ফাইনাল। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পূরণ করতে পারেনি রুদি গার্সিয়ার শিষ্যরা। শেষ আটে বার্সেলোনার মতো পরাশক্তিকে উড়িয়ে দেওয়া বাভারিয়ানরা এবার সের্গে নাব্রির জোড়া গোলে লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ওঠে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।

 

বুধবার (১৯ আগস্ট) পর্তুগালের লিসবনে এক লেগের সেমিফাইনালে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন।

হ্যান্স ফ্লিকের শিষ্যরা এগিয়েও যায় ১৮তম মিনিটে। জশুয়া কিমিচের লং পাস থেকে বল পেয়ে রাইট-উইং ধরে ক্ষিপ্র গতিতে এগিয়ে যান সের্গে নাব্রি।

এরপর লিঁওর রক্ষণভাগকে তছনছ করে জোরালো শট নেন তিনি। গোলরক্ষক অ্যান্থনি লোপেজকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে।

প্রথম গোলের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নাব্রি। এরপর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিঁও’ও। বিরতি থেকে ফিরে বার কয়েক আক্রমণ চালায় রুদি গার্সিয়ার শিষ্যরা।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে বায়ার্নের এটি ১১তম ফাইনাল হতে যাচ্ছে। তার মধ্যে ষষ্ঠ শিরোপা জয়ের জন্য তারা মুখোমুখি হবে আরেক ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি)। আগেরদিন লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জার্মান ক্লাব লিপজিগকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন