বাইডেন ১ সপ্তাহেই ট্রাম্পকে পেছনে ফেললেন

gbn

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||

দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেললেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। মনমাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৫৪ শতাংশ মানুষ নতুন প্রেসিডেন্টকে ইতিমধ্যেই কাজের মানুষ হিসেবে মেনে নিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমীক্ষায় কখনোই ৪০ শতাংশের উপরে উঠতে পারেননি।

এমনকি তার শাসনকালের শেষ দিকে ওই গ্রাফ নেমে দাঁড়িয়েছিল ৩০ শতাংশে, যা আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে নিম্নতম। এ ছাড়া মর্নিং কনসালট্যান্ট ও হিল হারিক্স নামের অপর দুটি সংস্থার চালানো সমীক্ষায়ও নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তবে এ নিয়ে মন্তব্য করতে নারাজ বাইডেন।

বাইডেন প্রেসিডেন্টের চেয়ারে বসার আগেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তৈরি হওয়া অনিশ্চয়তা, দুর্ভোগ, বর্ণবিদ্বেষ এবং বেকারত্ব দূর করাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। দেশের গুরুত্বপূর্ণ পদে যেমন কৃষ্ণাঙ্গদের জায়গা দিয়েছেন, তেমনি এশিয়ানদের সমান গুরুত্ব দিয়েছেন বাইডেন। পাশাপাশি করোনা নিয়ন্ত্রণে আলাদা টাস্কফোর্স তৈরি করে ইঙ্গিত দিয়েছেন ভালো কাজ করার।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন