জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতের দিল্লিতে ইজরায়েলি দূতাবাস সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ওই দূতাবাসের বিস্ফোরণের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অবশ্য এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে তারা। ঘটনার পরেই ওই এলাকায় ছুটে যায় দমকল। বিস্ফোরণের ‘চরিত্র’ আঁচ করতে দিল্লি পুলিশের ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রাথমিক খবরে জানা গিয়েছে, দূতাবাসের প্রায় দেড় শ মিটার দূরে আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের সময় আড়াই কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল। সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনি তৈরি করে দিল্লি পুলিশ।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইজরায়েলি দূতাবাসের একটি গাড়িতে ‘স্টিকার বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনার পিছনে ইরানের মদতেপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন