পুরো দেশ সেলিব্রিটি দিয়ে ভরে যাচ্ছে!

gbn

এই ভোর ৪টা ৪২ মিনিটে হঠাৎ দূর থেকে দেখি, একটা ছেলেকে রশি দিয়ে বাঁধা হচ্ছে। বিপদ মনে করে, দ্রুত কাছে পৌঁছাতেই আমার মাথায় রীতিমতো বাজ পড়লো! মধ্যরাতে ইন্টারমিডিয়েট পড়ুয়া এই ৪ ছেলে টিকটকের শ্যুটিং করছে!

আমরা গর্বিত এই ভেবে যে, পুরো বাংলাদেশ অবশেষে সেলিব্রিটি দিয়ে ভরে যাচ্ছে!

 

১৭-১৮ বছর বয়সী এই ছেলেরা মিরপুর ভাষানটেক এলাকার স্থানীয়! বাইরে কোনো অঘটন ঘটে গেলে পুরো দোষ অপ্রিয় পেশার মানুষদের উপর বর্তাবে!

বাবা, মা, ভাই, বোনদের বুঝি আজকাল আর কিছু দেখতে নেই! আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছেন! একটু বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলাম। অতি সংবেদনশীল মহাশয়গণ আবার চিৎকার করে বলে উঠেন না যেন, চলাফেরার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি!

সামনে আর কি কি দেখতে হবে, তার প্রতীক্ষায় আছি!

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোন গোয়েন্দা বিভাগ (ডিএমপি) (ফেসবুক থেকে সংগৃহীত)

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন