মোজাম্মেল আলম ভূঁইয়া,হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশের ইতিহাসের কথা বলে। কারণ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ একই সূত্রে গাঁথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তাবায়িত করেছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের এমন কোন জায়গা নেই,এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বঙ্গবন্ধুর ম্যুরাল বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষের সামনে ফুটে উঠবে। বঙ্গবন্ধু আমাদের প্রাণে ও হ্নদয়ের মাঝে আছে সব সময় থাকবে। আজ শনিবার (৩০শে জানুয়ারী) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানের সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে ৬লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি বাস্তবায়ন করেছে এলজিইডি। এসময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন- প্রাণের দাবিতেই বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে শুধু বর্তমান প্রজন্ম নয় ভবিষ্যত প্রজন্মও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনায় উজ্জীবিত হবে। যে স্বপ্ন বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদৎ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া, আক্তার হোসেন, নুরুল হক, আমিনুর রসিদ, মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান প্রমুখ। বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে উপজেলার পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের নব- নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন