সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ও ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান লেখকদের "লেখক পুরস্কার" এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য "ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড ২০২০" দিয়েছে জনপ্রিয় ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত। 

শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর কাঁটাবনের কবিতা ক্যাফে অডিটরিয়ামে জনপ্রিয় ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ও ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরেণ্য জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন কবি আসলাম সানী, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন রেজা, কবি বিলু কবীর, কথা সাহিত্যিক ফরিদুজ্জামান, বাংলা একাডেমির উপ পরিচালক কবি ড. শাহদাত হোসেন নিপু ও কবি ড. তপন বাগচী প্রমুখ। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি ও কথা সাহিত্যিক জিয়াউল হক। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক জায়েদ হোসাইন লাকী এবং সঞ্চালনায় ছিলেন আয়শা জাহান নূপুর ও শিল্পী মাহমুদা। 
অনুষ্ঠানে পাঠউন্মোচন করেন সাহিত্য দিগন্ত পত্রিকার প্রধান সম্পাদক কানাই সরকার। অনুষ্ঠানে ৭ লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান লেখকদের "লেখক পুরস্কার" এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য "ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড ২০২০" অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ত, সনদ, টি-শার্ট এবং পড়িয়ে দেয়া হয় লাল-সবুজ উত্তরীয় । অনুষ্ঠানের শুরুতেই ব্যান্ডশিল্পী্রা গান পরিবেশন করেন। আবৃত্তি করেন কবি ও বাচিকশিল্পীরা।

এবছর যারা পুরস্কার পেলেন তারা হলেন, সাংবাদিক রাকিব এইচ রুহেল (লন্ডন), বাদল মেহেদী, রানা জামান, খালেদ হোসাইন, জাহাঙ্গীর ফিরোজ, ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম, সিরাজুর রহমান, সুমন সরদার, ডাঃ আবুল হাসনাত মিল্টন, ডাঃ সজল আশফাক, ডাঃ আকন, আবু বক্‌মহিবুল আলম, গোলাম মোর্শেদ চন্দন, বিদ্যুৎ বিহারী, ড. শামীম রফিক, বিলকিস সুলতানা,অরণ্য মাজিদ, আরিফ নজরুল,ডাঃ আশরাফ জুয়ে্‌ নাহিদা আশরাফী, ইকবাল রাশেদীন, কুতুব আফতাব, লুৎফর হাসান, রুমা মোদক, আহমেদ আববাস, খন্দকার দেলোয়ার জালালী, সালাহ উদ্দিন মাহমুদ, দালান জাহান, তাহমিনা শিল্পী, আদনীন কুয়াশা, মাসুমা টফি একা, রবিউল ফিরোজ, আলমগীর সরকার লিটন, উম্মে রত্না, এম এম মাসুমুজ্জামান, আবনী মাহবুব, মোঃ মাশুকুর রহমান, শফিউল আজম, লুলুয়া ইসহাক মুন্নী, রফিকুজ্জামান প্রমুখ। 

ইন্টারন্যাশনাল পিস এম্বাসেডর সম্মাননা-২০২০ পেলেন যারা, কবি রেজাউদ্দিন স্টালিন, স্বপঞ্জয় চৌধুরী, কবি জায়েদ হোসাইন লাকী, শহিদুল ইসলাম শিমুল, জহির খান প্রমুখ। 
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন