ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন -পৃথক অফিস নিয়ে মেলানিয়া ট্রাম্প

gbn
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি || সাবেক মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প তার স্বামী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগে রিসোর্ট থেকে পামবিচে পৃথক অফিস নিতে বলায় বিশেষজ্ঞারা একে ট্রাম্পের সঙ্গে ডিভোর্সের প্রস্তুতি হিসেবে দেখছেন। কারণ মেলানিয়া এখন পৃথক থাকতেই পছন্দ করছেন। স্পুটনিক/সানডে টেলিগ্রাফ ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প বলেন ডোনাল্ড ট্রাম্প মেলানিয়াকে ভালবাসলেও দুজনে দুজনকে সঠিকভাবে বুঝে উঠতে পারেন না। স্নেহের ঘনিষ্ঠতা ট্রাম্পের মধ্যে নেই। এজন্যে অনেক সময় মেলানিয়াকে রাতে অন্য ঘরে ঘুমাতে হয়। এতে দুজনের সম্পর্কে অবনতি যা তা হয়ে গেছে। পারিবারিক মধ্যস্ততাকারী লুইসা হুইটনি ডেইলি স্টার ইউকে’কে বলেছেন কারো সঙ্গে সম্পর্কে টানাপড়েন চললে ভিন্ন অফিস বা ভিন্ন থাকার ইচ্ছা বিচ্ছেদের প্রস্তুতি বলেই মনে হয়। মেলানিয়ার ক্ষেত্রেই তেমনি চলছে। শীর্ষস্থানীয় সম্পর্ক বিশেষজ্ঞ ও উইংম্যান এ্যাপের প্রতিষ্ঠাতা টিনা উইলসন বলেন মেলানিয়া তার নিজের পথ ধরেছেন। নিজের ব্যবসায় স্বাধীনভাবে মনোযোগ দিচ্ছেন। ফার্স্ট লেডি হিসেবে চার বছর তিনি তা পারেননি। এখন নিজের জগত গড়ে তুলতে চাচ্ছেন। সময় বলে দেবে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কোথায় গড়াবে। ‘বি বেস্ট’ নামে একটি উদ্যোগী, শিশু স্বাস্থ্য পরিচর্যা ও তাদের কল্যান ও নিরাপদ রাখার পরমর্শমূলক একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন মেলানিয়া। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের হুমকি প্রদানের বিরুদ্ধে ও সংকট মোচনে কাজ করে। gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন