টিকা নিতে ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে

   জিবিনিউজ 24 ডেস্ক //

করোনার ভ্যাকসিন নিতে আগ্রহীদের অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

রোববার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত বুধবার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনলাইনে যুক্ত হয়ে দেশে টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনেই ২৭ জনের দেহে প্রয়োগ করা হয় ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা। ওইদিন দেশের প্রথম ব্যক্তি হিসেবে বেক্সিমকোর আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নিয়েছেন সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তিনি কুর্মিটোলা হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ।

টিকা নেওয়া পরের চার জন হলেন- ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্যের অতিরিক্ত ডিজি নাসিমা সুলতানা, পুলিশ সদস্য দিদারুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে মন্ত্রী, আমলা, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ ৫ শতাধিক ব্যক্তি টিকা নিয়েছেন।

জানা গেছে, রাজধানীর পাঁচটি হাসপাতালে দ্বিতীয় দিনে মোট ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জনকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯৮ জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জনকে, কুয়েত মৈত্রী হাসপাতালে ৫৮ জনকে এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

৭ ফেব্রুয়ারি সারা দেশের ৫৯টি কেন্দ্রে একযোগে করোনা টিকা দেওয়া হবে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে টিকা দিতে ৬ হাজার ৬৯০টি টিম কাজ করবে। এছাড়া ওই দিন থেকে ঢাকায় ৪৩টি কেন্দ্রে ৩৫৪টি টিম টিকা দেওয়ার কাজে নিয়োজিত থাকবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, ৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। সেখানে স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সম্মুখসারির ১৫০ যোদ্ধা টিকা নেবেন।

নির্দিষ্ট ওয়েবসাইট (surokkha.gov.bd) অথবা সরাসরি কেন্দ্র গিয়ে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীরা নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক ও আধা-সামরিক বাহিনীর সদস্য, রাষ্ট্র পরিচালনার অপরিহার্য কর্মকর্তা-কর্মচারীরা নিবন্ধন করতে পারবেন।

পাশাপাশি গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি (সব ধর্মের), মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারী, রেল, বিমান ও নৌ বন্দরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক, জাতীয় দলের খেলোয়াড়, ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সের নাগরিকদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন