মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ কারাবন্দি রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির সমর্থকেরা আজ ৩১ জানুয়ারি রবিবার নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা ক্রেমলিনের এই সমালোচকের মুক্তি দাবি করেন। এ সময় আড়াইশ বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ। আল-জাজিরা এমন খবর দিয়েছে। গ্রেফতার ও ফৌজদারি তদন্তের মধ্য দিয়ে বিরোধীদের ওপর চাপ বাড়াতে চেষ্টা করছেন কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার বিরোধী নেতার বিচার শুরু হওয়াকে সামনে রেখে ফের দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তার সমর্থকেরা। পর্বাঞ্চলীয় বন্দর নগরী ভ্লাদিভোস্তকসহ ফার ইস্টে সবার আগে বিক্ষোভ হয়। শহরের কেন্দ্রীয় চত্বরে কয়েক ডজন প্রতিবাদকারীকে দেখা গেছে। যদিও জায়গাটি আগেই পুলিশ বন্ধ করে দিয়েছিল। ২৫ বছর বয়সী শিক্ষার্থী আন্দ্রেই বলেন, আটক হওয়ার ভয়ে তটস্থ থাকার চেয়ে মুক্ত দেশে বসবাসের ইচ্ছা অনেক বেশি শক্তিশালী। বিক্ষোভে অংশ না নিতে বেশ কয়েকবার সতর্কতা জারি করতে দেখা গেছে রুশ কর্তৃপক্ষকে। এমনকি অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দাখিলের হুমকি দিয়েছেন। স্বাধীন পর্যবেক্ষণকারীরা বলছেন, কয়েক ডজন শহরে অন্তত ২৬১ জনকে গ্রেফতার করতে দেখা গেছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মস্কোতে। জেলবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থকদের পরিকল্পিত বিক্ষোভ র্যালিকে কেন্দ্র করে সব মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ। রাজধানী মস্কোতে চলাচলে বিধিনিষেধ দেয়া হয়েছে। শহরের বেশির ভাগ রেস্তোরাঁ এবং দোকানপাট বন্ধ থাকবে। মাটির উপরিভাবে যেসব পরিবহন চলাচল করে তার রুট পাল্টে দেয়া হয়েছে। গত সপ্তাহের র্যালির পর থেকে এখন পর্যন্ত সেখানে গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৪ হাজার মানুষকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন