জিবিনিউজ 24 ডেস্ক //
করোনাভাইরস মহামারির কারনে সমগ্র ব্রিটেন জুরে চলছে লক ডাউন । এই লক ডাউনের সময় শিশুদের ঘরে রেখে পিতা মাতা, অভিবাবক, কেয়ারার সহ যারা শিশুদের দেখাশুনা করেছেন তাদের সবাই আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” করোনাভাইরস মহামারি ঠেকাতে লক ডাউন নিয়েছে সরকার। এই লক ডাউনের সময় স্কুল বন্ধ থাকায় শিশুরা বাসায় অবস্থান করছে। ঘরে বন্ধি অবস্থায় শিশুদের দেখাশুনা করছেন, পিতা মাতা অভিবাবক, কেয়ারা সহ অনেকে। সারাক্ষন বাসায় শিশুদের দেখা শুনা করা খুবই চ্যালেনজিং কাজ। এই কাজটি অভিবাবকরা সুন্দর ভাবে করছেন এই জন্য সরকারে পক্ষ থেকে সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও অভিনন্দন।
করোনাভাইরস নিয়ন্ত্রনে এলে এবং গবেষকদের তথ্য ঠিক থাকলে এবং নতুন কোন দূর্যোগ বা মহামারি না এলে আগামী ৮ই মার্চ ২০২১ থেকে স্কুল গুলি খুলে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার ) ১২০০ জনের মৃত্যু এবং আক্রান্ত ২৩,২৭৫ জন। আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন