জনগণকে বিক্ষোভে নামতে বললেন সু চি

 জিবিনিউজ 24 ডেস্ক //

মিয়ানমারে নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে উত্তেজনা বাড়ার পর সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির নেত্রী অং সাং সু চি, প্রেসিডেন্ট ওয়েন্ট মিন্টসহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আটক করেছে সেনাবাহিনী। এ ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মিয়ানমারের জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন সু চি।

দ্য গার্ডিয়ান জানায়, আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন সু চি।

 

সোমবার দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়।

সেনাবাহিনী স্বৈরতন্ত্র কায়েম করতে চায় মন্তব্য করে ওই বিবৃতিতে সু চির পক্ষ থেকে বলা হয়, আমি জনগণের প্রতি এটি মেনে না নেওয়ার আহ্বান জানাই। এ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান এবং আন্তরিকভাবে বিক্ষোভে নামুন।

এনএলডির চেয়ারম্যান উইন হেইন বলেন, ওই বিবৃতি নির্ভরযোগ্য এবং এটি সু চির ইচ্ছার প্রতিফলন। তিনি বলেন, আমার জীবনের দিব্যি দিয়ে বলছি, এটি অং সান সুচির নির্ভরযোগ্য বিবৃতি, যা তিনি জনগণের উদ্দেশে দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন