মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সুয়ে

বিশেষ প্রতিনিধিঃমিয়ানমার সেনাবাহিনীর জেনারেল ইউ মিন্ট সুয়েকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।    মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।    মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। ১ ফেব্রুয়ারি সোমবার দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট এবং কয়েকজন মন্ত্রীকে আটকের পর এই ঘোষণা দেয় তারা।    এএফপি জানায়, মিয়ানমারের সেনাবাহিনী ইয়াঙ্গুনের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে। সু চিকে আটকের পর অভ্যুত্থানের মতো পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, সিটি হল চত্বরে সেনাবাহিনীর পাঁচটি ট্রাক রয়েছে। যারা কাজে যোগ দিতে গিয়েছিলেন, তাদের সেনাসদস্যরা ফিরিয়ে দিচ্ছেন।    গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল এনএলডি জয় পায়। তবে প্রথম থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আসছিল দেশটির সেনাবাহিনী।    সেনাবাহিনী আবার দেশটির ক্ষমতা দখল করবে, এক সপ্তাহ ধরে এমন গুঞ্জন চলছিল। প্রায় পাঁচ দশক ধরে মিয়ানমারের ক্ষমতায় ছিল দেশটির শক্তিশালী সেনাবাহিনী।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন