জাতীয় শিশু-কিশোর সংগঠন "আবাবিল"-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে কেক কাটার মাধ্যমে।
গত ৩১ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবীন আইনজীবী ও লেখক এডভোকেট এ কে এম বদরুদ্দোজা।
এসময় সংগঠনের নির্বাহী পরিচালক আকবর মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সাধারন সম্পাদক কবি ইয়াদী মাহমুদ, মাহবুব বাবু, তৈয়ব হোসেন লাবলু, লুৎফুল মতিন প্রিন্স, আরী হোসাইন, রেবেকা আমিন প্রমুখ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে নৈতিকতা শিশু ও শিক্ষা কার্যক্রম গ্রহনের জন্য মতামত ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন