শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ সরকারের তহবিল ঘোষণা

জিবিনিউজ 24 ডেস্ক //

মহামারীর কারণে আর্থিক চাপে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য সরকার অতিরিক্ত ৫০ মিলিয়ন পাউন্ড তহবিল সহায়তা ঘোষণা দিয়েছে । ২ ফেব্রুয়ারী সরকার এই তহবিল ঘোষণা দেয়। এর আগে গত ডিসেম্বর মাসে ২০ মিলিয়ন পাউন্ড ঘোষণা করে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরজন্য মোট ৭০ মিলিয়ন পাউন্ড ঘোষণা করা হল।
বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী মিশেল ডোনেলান বলেন: “এটি আমাদের ছাত্রদের জন্য একটি অবিশ্বাস্য কঠিন এবং চ্যালেঞ্জিং সময়, এবং এই মহামারীর সময় তাদের স্বাস্থ্য, সুস্থতা এবং শিক্ষাকে অগ্রাধিকার দিতে কঠোর পরিশ্রম করা সকল বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।

যেসব ছাত্রছাত্রীরা করোনার কারনে চাকরি হারিয়েছেন তাদের বাসস্থানের খরচ, অথবা অন লাইন শিক্ষায় সহযোগিতায় এ তহবিল ব্যয় করা হবে ।

সাম্প্রতিক লকডাউনের ইংল্যান্ডের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলা হয়েছে বাড়িতে থাকতে এবং ক্যাম্পাসে না ফিরতে। ফলে ছাত্রছাত্রীদের
আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

বেশ কিছু বিশ্ববিদ্যালয় এমনকি শিক্ষাবর্ষের শেষের দিকে পর্যন্ত অনলাইনে পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে টার্ম-টাইম বাসস্থান এবং টিউশন ফি ফেরতের জন্য ভাড়া ছাড়ের জন্য প্রচারণা চালানো হয়েছে।

এই তহবিল সরাসরি বিশ্ববিদ্যালয়ে বিতরণ করা হবে, অতীব প্রয়োজনীয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবে।

বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং বাসস্থান সরবরাহকারী ইতোমধ্যে বলেছে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হল ব্যবহার করতে পারবে না এমন ছাত্রদের ভাড়া নেয়ে হবে না। ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন