দেশে আসা প্রবাসীরা হয়রানী এবং প্রতারণার স্বীকার: দায়ী করছেন হোটেল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন কে

সৈয়দ এ কে আযাদ (পারভেজ) জিবি নিউজ ||
দেশে আসা যুক্তরাজ্য প্রবাসীদের সাথে কোয়ারেন্টাইনের নামে অযতা হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইস্ট রিউজিওন। এক বিবৃতিতে সংগঠনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন , সাধারন সম্পাদক ফজলুল করীম চৌধুরী ও ট্রেজারার সুফী সুহেল আহমেদ প্রবাসীদের করোনা টেস্টের নামে হয়রানী বন্ধের দাবি জানান। তারা বলেন ,সীমান্তিক কর্তৃক করোনা টেস্টে পজেটিভ রিজাল্ট আসলেও শাবি ল্যাব এবং ঢাকা আইসিডির এর টেস্টে নেগেটিভ রিজাল্ট আসে,যার ফল শ্রুতিতে সীমান্তিকের টেস্ট পদ্ধতি নিয়ে সন্দেহের অবকাশ থাকে না। তারা এ জন্য কর্তৃপক্ষের খামখেয়ালী এবং প্রবাসীদের প্রতি অবহেলার অভিযোগ আনেন। 

বিবৃতিতে বলা হয় খাদিম হাসপাতালে প্রবাসীদের কোয়ারেন্টাইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে ।সেখানকার টয়লেটগুলো দূর্গন্ধযুক্ত ও ময়লা আবর্জনায় ভর্তি ।

একই ওয়াডে নারী পুরুষ ও ছেলে মেয়েদের রাখা হয়েছে । একজন স্বাস্থ্য কর্মী যুক্তরাজ্য প্রবাসী যাত্রীদের তাপমাত্রা মাপার জন্য অকেজো এক হ্যাণ্ড মেশিন নিয়ে যায় এবং তাপমাত্রার পরিমান বেশী দেখাতে থাকে ।প্রবাসীরা তাদের নতুন কেনা মেশিন ও থারমোমিটার দিয়ে চেক করে দেখেন যে – তাপমাত্রা অনেক কম।

ঘটনার বিবরণঃ গত ২৫ জানুয়ারী ২০২১ ইং রোজ সোমবার থেকে কোয়ারেন্টাইন শুরু হলে শেষ হওয়ার কথা ১-২-২০২১ ইং,তারিখে। আর হোটেল বোকিং নেওয়ার সময় ১লা ফেব্রুয়ারী পর্যন্তই নেওয়া হয়েছে। কিন্তুু আজ হঠাৎ করে হোটেল কর্তৃপক্ষ বলছেন যে আরও ৩ দিন বুকিং নিয়ে থাকতে হবে। এখন তাদের অভিযোগ ৭ দিনের কোয়ারেন্টাইনের কথা বলে এখন ১২ দিন হয় কিভাবে? যদি ১২ দিন থাকতে হয় তাহলে ত" সেটা আগে বললেই পারতো তাহলে সেই পিপারেশন নিয়েই প্রবাসীরা হুটেল বুকিং নিতো, বা দেশে আসতো।
সিলেটের আভিজাত হুটেল নুরজাহান গ্র্যান্ড হোটেলে ঘটে যাওয়া এই ঘটনা সম্পর্কে স্থানীয় সিভিল সার্জনের সাথে আলাপ করলে তিনিও নাকি সুন্দর উত্তর না দিয়ে উল্ট আরও তাদের সাথে খারাফ ব্যবহার করেছেন এমনটা অভিযোগ প্রবাসীদের। তাদের অভিযোগ সিভিল সার্জনের এমন আচরণে এটাই সু-স্পষ্ট প্রমানিত হয় যে হোটেল নুরজাহান গ্র্যান্ড এর কর্তৃপক্ষের সাথে সিভিল সার্জনের হাত আছে এবং কি প্রবাসীদের সাথে এই ভাবে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে তারা।পরে তা পারসেন্টিস আকারে পাচ্ছেন সিভিল সার্জন। 

তাই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং প্রবাসীদের কয়ারেন্টাইনের নামে হয়রানী বন্ধের দাবী জানান তারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন