জিবি নিউজ ডেস্ক ।।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর গণপরিষদের সাবেক সদস্য মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা পরিষদের হলরুমে প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে দোয়া মহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।
পরে প্রয়াত চেয়ারম্যান আজিজুর রহমান ও সদ্য প্রয়াত সদস্য মো. আব্দুল মানিক এর রূহের মাগফিতার কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন