মৌলভীবাজারে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন

এস এম ফজলু ||

বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপন করা হয়েছে ‘রেজিস্ট্রেশন বুথ’। বুধবার ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান করোনার ভ্যাকসিন নেয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বুথের উদ্বোধন করেন। করোনার টিকা পেতে হলে সবাইকে ‘সুরক্ষা অ্যাপে’র মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

তবে যাদের ইন্টারনেট সুবিধা বা অ্যাপ ব্যবহারের মত ডিভাইস নেই তারা মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মৌলভীবাজারসহ দেশের সকল জেলায় একযোগে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২৯ জানুয়ারি ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন মৌলভীবাজারে পৌঁছায়।

জেলায় টিকা প্রদানের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার টিকা দানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বুথে টিকাদান করা হবে। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। এর মধ্যে মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ থাকবেন। সদর হাসপাতালের আটটি বুথে ১৬ জন টিকা দানকারী ও ৩২জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। প্রথম ধাপে জেলায় টিকা দেয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, সংবাদকর্মী, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, ব্যাংক বীমা প্রশাসনের মাঠকর্মীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মুখযোদ্ধাদের। উল্লেখ্য,২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে দেশে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি। এরপরেই জেলায় জেলায় চাহিদা অনুসারে পৌঁছে দেয়া করোনা ভ্যাকসিন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন