জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেটে প্রতিবন্ধি অন্তভুক্তিকরণ দুইদিন ব্যাপী কর্মশালা ও সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) স্কিলস ২১ প্রজেক্টের আওতায় বাংলাদেশ বিজনেস এন্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) টেনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (টিভেট) এবং অর্গানাইজেশন ফর পিপল উইথ ডিজ্যাবিলিটি (ওপিডি) এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বুধবার সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে দুইদিন ব্যাপী উক্ত কর্মশালার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সন্তোষ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন- বিবিডিএন কনসালটেন্ট ও এসেস বাংলাদেশের ইক্সিকিউটিভ ডাইরেক্টর এলবার্ট মোল্ল্যা, বিবিডিএন প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, কাজী দিদার, চীফ ইস্পেক্টের আর.এ. সি ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান, সিআই অলডিং এন্ড ফেভরিকেশন বিশ্বজিৎ দেব, চীফ ইন্সেপেক্টর কার পেইন্টার ইঞ্জিনিয়ার মো. আজহারুল ইসলাম, জুনিয়র ইন্সপেক্টর কম্পিউটার মো. মুহিবুর রহমান খান, সিনিয়র কারফেক্ট ইন্সপেক্টর মেশিনটুল্স ডিপার্টমেন্ট মো. শফিকুল ইসলাম, একাডেমিক ইনচার্জ মো. খলিলুর রহমান, জুনিয়র ইন্সপেক্টর ইলেক্ট্রনিক অসীম চক্রবর্তী, জুনিয়র ইন্সপেক্টর সিভিল ডিভিশন আব্দুল হালিম মিয়া, জুনিয়র ইন্সপেক্টর ফ্লাম মেশিনারী মো. মাহবুব হোসাইন, জুনিয়র ইন্সপেক্টর হাবিবুর রহমান, আরটিভি সুদীপ্ত চক্রবর্তী, প্রোগাম কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান, জুনিয়র ইন্সপেক্টর হাবিবুর রহমান, আইএলওএস স্কিলস ২১ প্রোজেক্ট আব্দুল হালিম কোরেশী, ফিন্যান্স এন্ড ডকুমেন্ট অফিসার সাদিয়া রহমান, ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, কাজী মহসিন কবির, তুলি দাস, নাজিফা আক্তার শাহানা, আমিনা আক্তার ইমা, সুজিদা বেগম, হুমায়ুন কবির লিটন, মরিয়ম আক্তার মুক্তা, মালেক আহমদ, মো. বায়োজিদ, মো. নাদিম খান, মো. এমদাদ উদ্দিন সুজন, পল্লব শাহা, সিরাজুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. ইব্রাহিম খলিল, মো. মাহবুব হাসান প্রমুখ।
উল্লেখ্য, আইএলও স্কিলস ২১ প্রজেক্টের সাথে সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ সারা দেশে ৮টি মডেল ইন্সটিটিউটের সাথে প্রতিবন্ধিদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন