আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ মিয়ানমারের সামরিক শাসন ব্যর্থ করে দিন

 মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি|| মিয়ানমারে সেনাশাসন ব্যর্থ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।  আজ বুধবার এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ আহ্বান জানান। খবর বিবিসির। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সেনা কর্মতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি কোনও দেশ শাসনের উপায় হতে পারে না। নির্বাচনের দোহাই দিয়ে সরকারি কর্মকর্তাদের আটক করে রাখা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।  অবিলম্বে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি-সহ অন্যান্য রাজনীতিবিদদের মুক্তির আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।  এছাড়া দেশ শাসনের নামে ধরকাপড় এবং গণতন্ত্র চর্চায় বাধা দেওয়া আইনের অবক্ষয় বলেও মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ।  মঙ্গলবার চীনের ভেটোর কারণে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে ব্যর্থ হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে, সু চি’র মুক্তির দাবিতে দেশটিতে অব্যাহত আছে বিক্ষোভ প্রতিবাদ। সমাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হচ্ছে প্রতিবাদ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানান, গেল কয়েকদিনে যত মানুষকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী সবাইকে দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছি আমরা। সু চি’র বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেটি গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করবে। একই সঙ্গে এটি শাসন ব্যবস্থার চরম অবক্ষয়। তাই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আলোচনা চালিয়ে যেতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন