আলেজান্দ্রো মায়োরকাস মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হলেন

-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা)প্রতিনিধিঃকিউবান বংশোদ্ভূত আলেজান্দ্রো মায়োরকাসকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুমোদন দিয়েছে সিনেট।

 

আলেজান্দ্রো প্রথম কোনো ল্যাটিনো এবং প্রথম অভিবাসী, যিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হলেন।

 

এই অনুমোদনের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংস্কার গতি পাবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

 

নির্বাহী আদেশে স্বাক্ষরকালে বাইডেন বলেছেন, ‘আমি নতুন কোনো আইন করছি না। আমি খারাপ নীতি দূর করছি।’

 

এসব অভিবাসন সংস্কারের অধিকাংশ মায়োরকাসের নেতৃত্বেই সম্পন্ন হবে। কিউবান শরণার্থীর সন্তান মায়োরকাসের নিয়োগ সিনেটের নিশ্চিত করার বিষয়টিকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।

 

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সহজ করার লক্ষ্যে দায়িত্ব নিয়েই বাইডেন তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকো সীমান্তে মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের পুনরায় একত্রীকরণ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন