সিলেটে খুনের এক ঘণ্টার মধ্যে ‘খুনি’ গ্রেফতার

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেট নগরীর হাওলদারপাড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের এক ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের মূল আসামি সজিব (১৭)-কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

আটক সজিব সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামের গোপি রায়ের ছেলে।

সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ রাগীব-রাবেয়া স্কুলের পাশে একটি বাসায় থাকতো। বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে সজিবকে দক্ষিণ সুরমা মোমিনখোলা এলাকা থেকে জালালাবাদ থানাপুলিশ গ্রেফতার করেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাওলদারপাড়াস্থ মজুমদার পল্লীর ভিতর বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনের রাস্তায় রাজু দাস (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হন। রাজু দাস হাওলদারপাড়া মজুমদার পল্লীর দুলাল চন্দ্র দাসের ছেলে।

নিহতের ভাই সূর্য দাস পুলিশকে জানান, মোবাইল ক্রয়-বিক্রয়ের পাওনা ২০০ টাকা নিয়ে জালালাবাদ থানাধীন দুসকী এলাকার গোপী রায়ের ছেলে সজিবের (২২) সাথে ঘটনার ২ ঘন্টা আগে নিহত রাজু দাসের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে বিবাদি সজিবসহ অজ্ঞাত ২/৩ জন মিলে ভিকটিম রাজু দাসকে (২২) বাসা থেকে ডেকে নিয়ে জালালাবাদ থানাধীন ৮নং সিটি ওয়ার্ড এর হাওলদারপাড়াস্থ মজুমদার পল্লীর ভিতর বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ধারালো ছুরি দিয়া উপর্যুপরি আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হয়। এসময় ভিকটিমের চিৎকার শুনে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজু দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সজিবকে আটকের বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন