সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ। পরে তারা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে।
এরপর মহান রাব্বুল আলামিনের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ৬৮ শূন্যপদ পূর্ণ করা হয়। ফলে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রূপলাভ করে। এই প্রথমবারের মতো ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি একযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন