সূ চির সর্বশেষ অবস্থা জানালেন তার দলের প্রেস কর্মকর্তা

জিবিনিউজ 24 ডেস্ক //

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি গৃহবন্দি অবস্থায় তার শারীরিক অবস্থা ভালো আছে। শুক্রবার নিজ দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রেস কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিনই সু চি ও দেশের প্রেসিডেন্ট উইন মিন্তকে আটক করে সামরিক বাহিনী।

 

বুধবার সু চির ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদের দুইজনকেই ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়।

এদিকে শুক্রবার সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।

প্রেস কর্মকর্তা কি তোয়ে তার ফেসবুক পেজে জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি স্টেট কাউন্সিলর ড অং সান সু চির শারীরিক অবস্থা ভালো আছে। আমি যতদূর জানি তিনি গৃহবন্দি আছেন।’

অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে সু চির অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

অন্যদিকে মিয়ানমারে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। এদিন ইয়াঙ্গুনের দাগন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষক ও শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উইন উইন মাও বলেন, ‘একজন নাগরিক হিসেবে আমরা এই সামরিক অভ্যুত্থান মেনে নিতে পারি না।’ শিক্ষকদের পাশাপাশি রাজধানী নেপিডোয় বিক্ষোভ করেছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন