জিবিনিউজ 24 ডেস্ক //
নানা আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। শনিবার (৬ ফেব্রুয়ারি) সিএমএইচের ক্যান্সার সেন্টারে আয়োজিত আলোচনা সভায় ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন এমন ১৫ জন মানুষ অনুভূতি প্রকাশ করেন। এ সময় তারা ক্যান্সার নিয়েও কীভাবে শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক থাকা যায় তা জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার মধ্যেও ক্যান্সার সেন্টারের প্রতিটি সদস্য নিরলসভাবে সেবা দিয়ে গেছেন। অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের (ডিজিএমএস) মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ক্যান্সার যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয়ে যথাযথ চিকিৎসার ওপর গুরুত্ব আরোপ করেন।
ক্যান্সার সেন্টারের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ক্যান্সার সেন্টারের মেডিকেল অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কুদরতে এলাহি গত বছরের এ ক্যান্সার সেন্টারের কর্মকাণ্ড উপস্থাপন করেন। অনুষ্ঠানে সিএমএইচের কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী ও কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন