মাকসুদা হক ফাউন্ডেশন এবং হ্যান্ডস ফর হিউম্যানিটি'র ফ্রি মেডিকেল ক্যাম্প

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো চাঁদপুর জেলার কচুয়ার মাকসুদা হক ফাউন্ডেশন এবং হ্যান্ডস ফর হিউম্যানিটি।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাড়ে তিন হাজার দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের নিজ হাতে গড়া সংগঠন মাকসুদা হক ফাউন্ডেশন এবং হ্যান্ডস ফর হিউম্যানিটি।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ সূচনা করেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ মনির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানিয় ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ কবির হোসেন, হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ব্যাংকার মিজানুর রহমান, মাকসুদা হক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের জিলানি, সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহসহ মাকসুদা হক ফাউন্ডেশন ও হ্যান্ডস্ ফর হিউম্যানিটির নেতৃবৃন্দসহ স্থানিয় বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানিয় ব্যক্তিবর্গ। 

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবাদানের মাধ্যমে বিভিন্ন এলাকা হতে আগত রোগীরা চক্ষু সেবা, দন্ত সেবা, রক্ত গ্রুপ নির্ণয়, নাক কান ও গলা, মা  ও শিশু সেবাসহ নানবিধ সেবা পান।

ক্যাম্পটির সার্বিক ব্যাবস্থাপনায় ছিল হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্হা ও লায়ন্স ক্লাব অফ পাওয়ার কচুয়া। 

এদিকে ঢাকা থেকে ক্যাম্প পরিদর্শনে আসেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর শীর্ষস্থানিয় নেতৃবৃন্দ। তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের ভূয়সী প্রশংসা করেন। পরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর পক্ষ থেকে লায়ন মোহাম্মাদ গোফরানুল হককে প্রদান করা হয় "সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন"। তিনি অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় সার্টিফিকেটটি গ্রহণ করেন তার ছোট ভাই মাকসুদা হক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের জিলানি। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, "আজকের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। এই মহতি উদ্যোগ আজ অত্র অঞ্চলে দৃষ্টান্ত স্থাপন করেছে। কচুয়াবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের মতো একজন মানবদরদিকে পেয়ে ধন্য হয়েছে। তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিন্তু আমাদের হৃদয়ে আছেন।"

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন