শপথ পাঠ করলেন কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় নির্বাচিত মেয়র কাউন্সিলর বৃন্দরা

জিবি নিউজ ||

কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভার সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

শনিবার ৬ ফেব্রুয়ারী সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ বাক্য পাঠ করান। কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভার নির্বাচিত মেয়র মো. জুয়েল আহমদ, শিপার আহমদসহ ১৮ জন কাউন্সিলার ও ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলাররা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ ও মৌলভীবাজার জজ কোর্টের জিপি এস.এম.আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শপথ শেষে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরন করেন বিভাগীয় কমিশনার।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন