স এম ফজলু ||
মৌলভীবাজারে প্রথম ব্যক্তি হিসাবে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন (টিকা) নেবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।
নেছার আহমদ এমপি’র ব্যক্তিগত সহকারী সচিব মোঃ ইমরান হোসেন শাওন জানান, ৭ ফেব্রয়ারি রোববার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রথম করোনা ভ্যাকসিন নেবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এরই মধ্যে তিনি সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করেছেন। শনিবার ৬ ফেব্রুয়ারি সকালে জেলার ৬টি উপজেলায় করোনা ভ্যাকসিন ও সিরিঞ্জ পাঠানো হয়েছে। রাজনগরে ৩ হাজার ৫ শত ডোজ, কুলাউড়ায় ৫ হাজার ৫ শত ডোজ, জুড়ীতে ২ হাজার ৫ শত ডোজ, বড়লেখায় ৪ হাজার ডোজ, কমলগঞ্জে ৪ হাজার ডোজ, শ্রীমঙ্গলে ৫ হাজার ডোজ এবং সদর ২৫০ শয্যা হাসপাতালে ৫ হাজার ৫শত ডোজ করোনা ভ্যাকসিন পৌছে গেছে। সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান জেলায় প্রথম ব্যক্তি হিসাবে সংসদ সদস্য নেছার আহমদ করোনার ভ্যাকসিন গ্রহনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সম্মুখ সারির করোনা যোদ্ধারা যারা ভ্যাকসিন পাবেন। সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশনের ভিত্তিতে তালিকা প্রস্তুতের কাজ চলছে। ওই তালিকা অনুয়ায়ি ভ্যাকসিন দেয়া হবে।
তিনি আরো জানান, প্রথম ধাপে জেলায় ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে। আর এডি সিরিঞ্জ এসেছে ৬৪ হাজার ৮শতটি। প্রথম পর্যায়ে ৩০ হাজার মানুষকে এ ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা ভ্যাকসিন প্রদানের জন্য সদর হাসপাতালে ৮টি বুথ থাকবে। আর প্রতিটি উপজেলায় থাকবে ৩টি করে বুথ । রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন