এস এম ফজলু ||
মৌলভীবাজারে দশ দিনব্যাপী পাট উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং নরসিংদী বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের সহযোগীতায় শনিবার ০৬.০২.২০২১ খ্রিস্টাব্দ দুপুরে মৌলভীবাজার ইএসডিপি উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্র, মৌলভীবাজার কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এসময় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে’র সভাপতিত্বে ও ইএসডিপি’র জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ নিয়াজ মুর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, জেডিপিসি’র লিয়াজু অফিসার মোহাম্মদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, নরসিংদী জেডিপিসি সেন্টার ইনচার্জ মাজেদুর রহমান ভূঁইয়া, বিসিক উপ-ব্যবস্থাপক মোঃ জহুরুল হক, ব্যাংক এশিয়ার মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ শওকত আলী, ইএসডিপির প্রশিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের, জেলা সমবায় অফিসার আব্দুর রহিম, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা ও পাট উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম রাসেল, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছাঃ সালেহা বেগম বৃষ্টি, জেলা আইসিটি অফিসার কাওছার আহমদ, আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, উদ্যোক্তা এম এ সামাদ ও মোঃ কামরুল ইসলাম শাহান প্রমুখ।
বক্তারা বলেন, সোনালী আঁশ পাট শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ। এ শিল্পের বিকাশ ও প্রসারের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় জেলা পর্যায়ে বিনিয়োগ করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন