করোনা আক্রান্ত হয়ে ডাক্তারের মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি।

 ২০ আগষ্ট রোজ বৃহঃবার রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউপির ৫নং ওয়ার্ডের মহাসহস্র গ্রামের ডাঃ সৈয়দ আক্তার হোসেন(স্বপন ডাক্তার) পিতা মৃত সৈয়দ আমিরুল হোসেন, তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথী এলাকার বাসিন্দা মৌলভীবাজার ম্যাটস এর প্রিন্সিপাল, মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক সহকারী পরিচালক ছিলেন।
করোনা পজেটিভ নিয়ে আজ সকাল ৭.৩০ সময় সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ইন্তিকাল করেন।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ প্রিয়াঙ্কা পাল এবং রাজনগর থানার ওসি মোহাঃ আবুল হাসেমের অনুমতিতে দাফন-কাফন সম্পন্ন করি। রাজনগর থানার ওসি জনাব আবুল হাসেম ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি আরো বলেন- লাশ এম্বুলেন্স থেকে নামিয়ে, গোসল দিয়ে আমরা কাফন পড়াই। জানাযার নামাজে এবং লাশ কবরস্থ করতে তাকরিম ফাউন্ডেশনও শরীক হয়। বিকাল ৫.৩০ মিনিটের সময় জাানাযার নামাজ অনুষ্ঠিত হয়। দাফন-কাফনে অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া, রাজনগর উপজেলা সভাপতি মাওঃ তোফায়েল আহমদ নোমান, রাজনগর উপজেলা নির্বাহী সভাপতি হিফজুর রহমান, রাজনগর উপজেলা সদস্য হাঃ জায়েদ আহমদ,মোহঃ সালমান আহমদ, হাঃ আব্দুস সালাম,মোহাঃ আঃরুপ

এটা ইকরামুল মুসলিমীনে মৌলভীবাজারের ১৯নং দাফন-কাফন। এর আগে মৌলভীবাজার সদর উপজেলায় ৬টি, শ্রীমঙ্গল উপজেলায় ৭টি, জুড়ীতে ২টি, আজসহ রাজনগর উপজেলায় ২টি,বড়লেখায় ১ টি, এবং কুলাউড়া উপজেলায় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন