মোঃ নাসির. বিশেষ প্রতিনিধিঃ
কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের ২০ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ায় শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (৭ ফেব্রুয়ারি) কমিশন মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক সাইফুল ইসলামের সুপারিশের আলোকে অভিযোগপত্র অনুমোদন দেন।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার দেখায় র্যাব। এরপর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে তার ২ কোটি ৬৮ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ায় ওই বছরের ৩০ অক্টোবর মামলা করে দুদক। এক বছরের বেশি সময় তদন্তে তার আরও দশগুণ বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পায় দুদক। তদন্তে এ টাকার কোনো বৈধ উৎস দেখাতে না পারায় চার্জশিটের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট পেশ করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন