জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারে দেশব্যাপী গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় শহরের চৌহমুনা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও মহাসচিব মিজানুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়নের সভাপতি খালেদ চৌধুরী, শ্রীমঙ্গল পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. মামুনুর রশীদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন, শাহবন্দর যুব সংস্থার সভাপতি শাহ রাজুল আলী।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, শেখ কামরুল হাসান, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, যুগ্ন সাংগঠনিক সচিব সাইফুর রহমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসেন জুমান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমেদ তপু, দপ্তর সচিব মোঃ সিরাজুল হাসান, যুগ্ম দপ্তর সচিব এস এম বশির, দাফন কাফন ও সৎকার টিম লিডার আশরাফ খান রুহেল, প্রধান সমন্নয়ক সাইদুল ইসলাম মান্না, নির্বাহী পরিচালক আব্দুল মুত্তাকিন শিপলু, বুরহান উদ্দিন রুপক, মোস্তফা বকস, সিরাজুল ইসলাম, রাজন দাশ রাজ, ফয়জুর রহমান রাজু, মাহবুবুর রহমান খাঁন অপু, এসএম জুয়েল আহমদ জিসান, মুনাইদ আহমেদ মুন্না, আহমেদ রনি, রিমন আহমদ, শান্ত আহমদ মামুন, শিহাবুর রহমান, আল হাদী, সুলতান আহমদ, মোহাম্মদ রাজু, মুজাহিদ আহমেদ অপু, সাদমান খান রাহিম, মুনতাসির আহমেদ, নাজমুল আহমদ, সাকিব চৌধুরী, আদনান ইমন, ইমরুল হাসান ইমাদ, মুক্তাদির আহমদ,সাফি আহমেদ, সোহেল আরমান ইমন, নাজমুল আহমদ, দিপু আহমদ, সাফি আহমেদ, সোহেল আরমান ইমন, সবুজ আহমদ, নাজমুল আহমদ, পিকলু দাশ প্রমুখ।
এমনিতেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে জন-জীবন অতিষ্ট, অর্থ সংকটে ভুগছে দেশের প্রতিটা মানুষ। কর্মহীন হয়ে পরা দিন মজুর হতদরিদ্র জনগোষ্ঠীর চোখে শষ্যেফুল দেখছেন। দোকান বাকী, বাসা-বাড়ির মাসিক ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ও এনজিওদের কিস্তি সহ নানা সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের চরম এই ক্রান্তিকালে যাতায়াতের সহজলভ্য না করে বাস ও সিএনজির ভাড়া দ্বিগুণ বা তিন গুন বৃদ্ধি করে মরার উপর খাঁড়ার ঘা বলে সচেতন মহলের দাবী।
ঘন্টাখানেক মানববন্ধন শেষে মিছিল সহকারে তারা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন