জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেটে কেটেছে অজানা শঙ্কা, বেড়েছে আগ্রহ। তরুণ থেকে বৃদ্ধ, কেউ ইতোমধ্যে নিয়ে নিয়েছেন- কেউবা নিতে আগ্রহী হয়ে উঠেছেন। প্রথমদিনই সিলেটে করোনা ভ্যাকসিন গ্রহণে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৪ মিনিটে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানকে টিকাদানের মধ্য দিয়ে সিলেটে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ বিভিন্ন ব্যক্তি টিকা নেন। টিকা নেওয়ার পর ঘণ্টাখানেক তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়। এখন পর্যন্ত তাদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তাঁরাসহ যারাই করোনা ভ্যাকসিন নিয়েছেন, সকলেই সুস্থ এবং ভালো আছেন।
টিকাদান কার্যক্রমের প্রথম দিন সিলেট মহানগরী ও জেলায় মোট করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ১৫৫৭ জন। এর মধ্যে পুরুষ ১১১০ ও ৪৪৭ জন।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ।
প্রথম দিন (রোববার) এ দুটি কেন্দ্রে মোট ৫ শ ২৯ জন নারী ও পুরুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ৩১৯ ও নারী ১৭০ জন। আর সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ৪০ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ৩৬ ও নারী ৪ জন।
অপরদিকে, টিকাদান কার্যক্রমের প্রথম দিন পুরো সিলেট জেলায় মোট ৯৪৮ জন গ্রহণ করেছেন ভ্যাকসিন। এর মধ্যে ৬৭৭ জন পুরুষ ও ২৭১ জন নারী।
সিভিল সার্জন কার্যালয় সূত্র, উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ৮০, দক্ষিণ সুরমায় ৩৩, বিশ্বনাথে ২৮, গোলাপগঞ্জে ১০, বিয়ানীবাজারে ১২০, জকিগঞ্জে ৩৫, কানাইঘাটে ১১, জৈন্তাপুরে ১৩, ওসমানীনগরে ৪, বালাগঞ্জে ২৫, গোয়াইনঘাটে ৪০, ফেঞ্চুগঞ্জে ১০ ও কোম্পানীগঞ্জে ১০ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন।
এছাড়াও সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রোববার ৮০ জনের শরীরে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিন। এর মধ্যে ৭৮ জন পুরুষ ও নারী দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন