সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
আজ ছিল শহীদ ফারুক দিবস। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ।
আজ সোমবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের উদ্যোগে শহীদ ফারুক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের উপস্থিতিতে দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ 'মসজিদুল জামিআ'র ইমাম ও খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ ফারুক হোসেনের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে মহান রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত কামনা করেন নেতৃবৃন্দরা।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'শহীদ ফারুক দিবস' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হল সংলগ্ন শহীদ ফারুক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাবি শাখা ছাত্রলীগ ও শাহ্ মখদুম হল কর্তৃপক্ষ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ফারুকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দখল নিয়ে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সংঘর্ষে শিবিরের নেতা-কর্মীরা ফারুককে খুন করে লাশ শাহ মখদুম হলের পেছনের ম্যানহোলে ফেলে রাখে। একই রাতে ছাত্রলীগের আরও তিন কর্মীর হাত-পায়ের রগও কেটে দেয় তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন