চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ৭২টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। এত সংখ্যক ছবিতে একসাথে কাজ করার রেকর্ড কোনো দেশের নায়ক-নায়িকার নেই। তাই নিজেদের জুটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড লিখতে চান অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, একসাথে আমরা ৭২টি ছবিতে জুটি হয়ে কাজ করেছি। এত সংখ্যক ছবিতে কাজ করার রেকর্ড অন্য কোনো দেশে অন্য কোনো নায়ক-নায়িকার নেই। যা শুধুমাত্র আমাদের দখলে। তাই ‘শাকিব-অপু’ জুটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রাখতে আমি আবেদন করব।
ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা বলেন, আমার ক্যারিয়ারের হিট-সুপারহিট ছবিগুলোর নায়ক শাকিব। শাকিব আর আমার জুটিটা দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিল। সে কারণেই এখন পর্যন্ত আমাদের এ জুটিটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর আমাদের ছবির সংখ্যা হিসেব করলে এখনো শীর্ষে রয়েছে শাকিব-অপু জুটি।
প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর ঘরে আব্রাহাম খান জয় নামে একমাত্র ছেলে সন্তান রয়েছে।
মন্তব্যসমূহ (১) কমেন্ট করতে ক্লিক করুন
nym422528tetcher Reply
4 years agomss422528rtjuny Ebi1jix 0PZJ IAeZjt6