জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গেইটের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য তাজুদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো. সুমন মিয়ার পরিচালনায় উদ্বোধনী বিশেষ অতিথি ছিলেন- শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার নির্মল কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আং হাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহিদ, স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল আমিন প্রমুখ।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন