স্বামীর মৃত্যুর পরদিনই ১ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন

জিবিনিউজ 24 ডেস্ক //

রাজধানীর গুলশানে দুই মেয়েকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় করা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলায় সৎমা আনজু কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে গুলশানে প্রয়াত স্বামী মোস্তফা জগলুল ওয়াহিদের রেখে যাওয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বামীর মৃত্যুর পরদিন তথ্য গোপন করে তার অ্যাকাউন্ট থেকে এক কোটি ৪০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন তিনি।

আনজু কাপুর কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের প্রয়াত ভাই মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী। ভারতের নাগরিক আনজু কাপুর (৫৪) পেশায় একজন পোশাক ব্যবসায়ী, আরিয়ানা স্টাইলস লিমিটেড নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তিনি। বলিউডের তরুণ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ধীরাজ কাপুর তার ছোট ভাই।

 

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় আনজু কাপুরকে গ্রেপ্তার করা হয়।

গত ১০ অক্টোবর বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জগলুল ওয়াহিদের মৃত্যুর পর গুলশানে তার ১০ কাঠা প্লটের উপরের বাড়িতে উঠতে গিয়ে বাধা পান প্রথম পক্ষের দুই মেয়ে। খবরটি দেখে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দিলে পুলিশ গিয়ে তাদের ওই বাড়িতে তুলে দেয়। দেড় দশক আগে জগলুলকে বিয়ে করার পর ওই বাড়িতে থাকতেন আনজু কাপুর। জগলুল ওয়াহিদ তার সম্পত্তির এক-তৃতীয়াংশ তাকে উইল করে গেছেন বলে দাবি করেছেন তিনি।

অন্য উত্তরাধিকারদের না জানিয়ে জগলুলের অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে মঙ্গলবার ভোরে আনজুকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার খালিদুল হক হাওলাদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আনজু কাপুর তার স্বামী মোস্তফা জগলুল ওয়াহিদের বাসায় পরিচারিকা হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তারা বিয়ে করেন। মোস্তফা জগলুল ওয়াহিদ গত ১০ অক্টোবর মারা যান। তার পরদিন ১১ অক্টোবর আনজু কাপুর তার স্বামীর মৃত্যুর বিষয়টি গোপন করে পরিবারের অন্যান্য অংশীদারকে না জানিয়ে ওয়াহিদের নামে সিটি ব্যাংকের গুলশান শাখা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

বিষয়টি টের পেয়ে জগলুল ওয়াহিদের প্রথম পক্ষের সন্তান মুশফিকা মোস্তাফা গত ২০ অক্টোবর আনজু কাপুরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

শফিকা মোস্তফা অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর পরদিন আনজু কাপুর সিটি ব্যাংক গুলশান শাখা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নেন। টাকা তোলার সময় তার বাবার মৃত্যুর খবর ব্যাংকের কাছে চেপে যান তিনি।

আনজু কাপুরকে মঙ্গলবারই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল সিআইডি। বিশেষ পুলিশ সুপার খালিদুল জানান, এদিন আংশিক শুনানি নিয়ে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। পরবর্তীতে রিমান্ড আবেদনের বিষয়ে আরও শুনানি নিয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন